প্রিপারিং ফর বিজনেস নট ফর বিসিএস

আরো বিজনেস আইডিয়া ও লেখা আসছে...

ফাস্ট ফুড বিক্রির দোকান

সম্ভাব্য পুঁজি
২,০০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত

সম্ভাব্য লাভ
মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।

প্রস্তুত প্রণালি
ফাস্ট ফুডের জন্য প্রযোজ্য খাবার স্যান্ডউইচ, বারগার, নানা ধরণের রোল, শর্মা, পিজ্জা,চিকেন ফ্রাই, নুডুলসসহ বিভিন্ন ধরণের খাবার আগে থেকে তৈরী করে দোকানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ক্রেতার চাহিদা অনুযায়ী তাৎক্ষনিক খাবার গরম করে পরিবেশন করতে হবে। তবে জুস ক্রেতার চাহিদা জেনে নিয়ে তথনই বানিয়ে দিতে হবে। জুস আগে তৈরী করে রাখা উচিত নয়।

বাজারজাতকরণ
ক্রেতা নিজেই পন্যের কাছে আসবে। শুকনা এবং ভারী খাবার বলে ব্যস্ত মানুষ মাত্রই ফাস্টফুডের ভোক্তা। তবে বিভিন্ন অফিসে যোগাযোগের মাধ্যমে বিকালের নাস্তা হিসাবে খাবার সাপ্লাইয়ের কাজ করা যেতে পারে।

যোগ্যতা
বিশেষ যোগ্যতার প্রয়োজন  নেই তবে খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানা থাকলে ভালো।


শুরু করছেন তো???

1 comment:

Powered by Blogger.