প্রিপারিং ফর বিজনেস নট ফর বিসিএস

আরো বিজনেস আইডিয়া ও লেখা আসছে...

রিসোর্ট ব্যবসায়


রিসোর্ট হলো এমন একটা নির্জন স্থান বা আবাসিক ভবন যা বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তোলা হয় যেখানে নির্জনতাপ্রিয় প্রকৃতি প্রেমি মানুষজন নির্দিষ্ট অর্থ প্রদানের বিনিময়ে একা অথবা আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে স্বল্পকালীন অবকাশযাপন করে থাকেন।

এই ব্যবসায়ে যারা নিয়োজিত থাকেন তাদের বলায় হয় রিসোর্ট ব্যবসায়ী। আজ আমরা সংক্ষেপে জানব রিসোর্ট ব্যবসায় সম্পর্কে।

# সেবা :
রিসোর্ট সুবিধা প্রদান

# সম্ভাব্য পুঁজি:
১০,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০,০০০ টাকা পর্যন্ত

#সম্ভাব্য লাভ:
বছরে ২ থেকে ৪০ লাখ টাকা আয় করা সম্ভব।

# সুবিধা :
একবার শুরু করলে পরে শুধু রক্ষণাবেক্ষণ খরচ ও মার্কেটিং খরচ প্রয়োজন ।

# রিসোর্ট_গড়ে_তোলা :
উপযুক্ত স্থানে রিসোর্ট তৈরি করতে হবে। বিশেষ করে প্রকৃতির আশে-পাশে মনোরম পরিবেশে। প্রয়োজনীয় আধুনিক সব সুযোগ-সুবিধা ও মানসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।

# মার্কেটিং :
প্রাথমিকভাবে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রিসোর্ট সম্পর্কে প্রচার করতে হবে। অনেকে এজেন্ট কিংবা কমিশন ভিত্তিক মার্কেটার নিয়োগ করে থাকেন। অনলাইন অফলাইন দুই ভাবেই প্রচারণা চালাতে হবে। বিশেষ করে যেকোন ছুটি কিংবা উৎসবকে সামনে রেখে। যথাযথ প্রচারে দেশি-বিদেশি দর্শনার্থীরা ভিড় করবে রিসোর্টে ।

# যোগ্যতা :
বিশেষ কোনো যোগ্যতার দরকার হয় না।

# দেশে প্রতিষ্ঠিত কিছু রিসোর্টঃ
ঢাকার আশে পাশে ছুটি রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্ট, নক্ষত্রবাড়ি, পুষ্পদাম, আনন্দ রিসোর্ট, পদ্মা রিসোর্ট, নুহাশ পল্লী, যমুনা রিসোর্ট, ইত্যাদি।

No comments

Powered by Blogger.