প্রিপারিং ফর বিজনেস নট ফর বিসিএস

আরো বিজনেস আইডিয়া ও লেখা আসছে...

স্টক লটের ব্যবসায়



স্টক লট কি?
গার্মেন্টস শিল্পে স্টক-লট হচ্ছে কোন কারণে তৈরিকৃত পোশাক ক্রেতার কাছে ঠিক মত পৌঁছে দিতে না পারলে, গার্মেন্টসে তা স্টক হয়ে যাওয়া । গার্মেন্টস শিল্পে বেশ কয়েকটি কারণেই পোষাক স্টক হয়ে যায়। তন্মধ্যে শিপমেন্ট ক্যান্সেল, শিপমেন্ট ডিলে, কন্টিনিউয়াস রি-চেক, এলসি প্রবলেম অন্যতম।

কিছু কিছু বায়ার বিভিন্ন অযুহাতে শিপমেন্ট ক্যান্সেল করে, যাতে সে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে পন্যগুলো ক্রয় করতে পারে।

স্টক লট বিভিন্ন সংখ্যার হতে পারে। হতে পারে শর্ট কোয়ান্টিটি স্টক লট অথবা লং কোয়ান্টিটি স্টক লট। সংখ্যার অনুপাতে এটা নির্ধারিত হয়ে থাকে।

ধ‌রি, কোন কারণবশতঃ কিছু গা‌র্মে‌ন্টসের টি শার্ট স্টক হ‌য়ে গেলো। এ ক্ষেত্রে যা করা হয় তা হল টি শার্টগুলো রেডি থাকে নতুন কোন বায়ারের কাছে বিক্রি করার জন্য প্রচেষ্টা চালানো হয়, কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। তাই লোকাল মার্কেটে বিক্রি করা হয়। আপনি শুধু তা কিনবেন আর বাজা‌রে বিক্রি করবেন। যাদের পুঁজি একেবারেই কম এবং যারা শো রুম বা সাধারণ দোকান দেওয়ার চিন্তায় আছেন তাদের জন্য এটা হ‌তে পা‌রে আদর্শ ব্যবসায়।

স‌র্বোত্তম হ‌লো প্রথ‌মে আপ‌নি স্টক ল‌টের ধারণা নি‌য়ে, জে‌নে ও বু‌ঝে তারপর ছোট ছোট গার্মেন্টস স্টক কিনে লোকাল মার্কেটে বিক্রি করা শুরু করুন। এ‌তে মুনাফা খারাপ হবে না। ধীরে ধীরে সহ‌জেই ব্যবসা বড় করতে পারবেন।

যেখা‌নে পাওয়া যায়ঃ
কোথায় কোন মাল আছে তার খোঁজ খবর রাখুন, দেখুন ও বুঝুন। বিভিন্ন বায়িং হাউস এবং গার্মেন্টস ফ্যাক্টরি আছে; যারা ছোট ছোট লটে গার্মেন্টস আইটেম বিক্রি করে। এছাড়াও অনেক লোকাল ব্যবসায়ী আছেন। যারা লোকাল পার্টির কাছে মাল বিক্রি করে। আপনি তাদের সাথেও যোগাযোগ করুন। কোন পরিচিত বায়িং হাউস বা লোকাল ব্যবসায়ী থাকলে তাদের সাহায্য নিতে পারেন। সরাসরি গার্মেন্টস থেকে মাল নামানোর চাইতে এটা কম ঝামেলার। তাছাড়াও ঢাকার উত্তরায়, গাজিপুরে গড়ে ওঠেছে স্টক লটের বড় পাইকারি বাজার।

অনেক লোকাল ব্যবসায়ী বা দালাল আ‌ছে। যাদের কাছে ভাল ভাল মালের কালেকশন থাকে। তাদের সাথে সম্পর্ক গ‌ড়ে তুলুন। কোথায় এবং কাদের কাছে, কি মাল আছে তা জানুন। য‌দি আপনার পুঁজি কম হয়, তাহ‌লে আপনার জন্য এটাই সব‌চে‌য়ে ভা‌লো। মা‌ঠে নাম‌লেই আপনি এই ব্যবসার ব্যাপারে অনেক কিছু বুঝে যাবেন। তখন আর কঠিন মনে হবে না। লোকাল ব্যবসায়ী বা দালাল‌দের সা‌থে ভা‌লো সম্পর্ক গ‌ড়ে তু‌লে তারপর ধী‌রে ধী‌রে বায়িং হাউস বা গা‌র্মেন্ট‌সের দি‌কে হাত বাড়ান। পরিচিত বা কোন শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিন। এ‌ক্ষে‌ত্রে ব্যবসার কাজের অগ্রগতি দ্রুততর হবে।

মূলধনঃ
২০,০০০/- থেকে ২০০,০০০/- টাকা

যা প্রয়োজনঃ
স্টক লট আই‌টেম এর বাপারে আপনার ধারনা অবশ্যই থাকতে হবে যে, কোন কোন গার্মেন্টস আইটেম কত দামে কেনা হয় এবং কত দামে তা বিক্রয় করা সম্ভব।
এছাড়াও ব্যবসার প্র‌য়োজ‌নে যখন কারও সা‌থে কথা বল‌বেন বা আমন্ত্রন জানা‌বেন, তখন অবশ্যই আপনার নি‌র্দিষ্ট এক‌টি ঠিকানা থাক‌তে হ‌বে। তা না হলে আপনার প্রতি মানু‌ষের আগ্রহ কমে যাবে।
এক্ষেত্রে খুব বেশি ঝামেলা করতে হবে না। দোকান, শোরুম বা অ‌ফিস না থাক‌লে, আপনার বাসার সামনের রুম অফিস হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য খুব বেশি কিছু লাগবে না। একটা টেবিল, দুইটা চেয়ার আর একটা কম্পিউটার। টেবিলে অবশ্যই কিছু কাগজপত্র থাকবে। এ‌তেই আপনার অফিস হয়ে গেল। যা দি‌য়ে প্রাথ‌মিক কাজ সহ‌জেই সম্পন্ন কর‌তে পার‌বেন।

যেসব জায়গায় বি‌ক্রি কর‌বেনঃ
বা‌য়িং হাউস বা গার্মেন্টস থেকে শার্ট, টিশার্ট, বাচ্চা ও ম‌হিলাদের কাপড় এনে আপনার শহ‌রের মার্কেট, শোরুম, দোকানে বি‌ক্রি কর‌তে পা‌রেন। তাছাড়া প‌রি‌চিত বা বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী‌দের পোশা‌কের দো‌কা‌নেও বি‌ক্রি কর‌তে পা‌রেন। এ‌ক্ষে‌ত্রে লোক‌ভে‌দে বি‌ক্রির পর বা ক‌য়েক‌দিন পর মুল্য প‌রি‌শো‌ধের ব্যবস্থা রাখা ভা‌লো।
আপনার যদি লোকাল মার্কেটের ক্রেতা পরিচিত থাকে, তাহলে আপনি ভাল ভাল কোয়ালিটির গার্মেন্টস আইটেম বাজার মুল্যের চাইতে কম মুল্যে কিনে আপনি আপনার ওই ক্রেতার কাছে বিক্রয় করবেন। এ জন্য আপনি চাইলে কোন আইটেম এর স্যাম্পল নিয়ে লোকাল মার্কেট গুলোতে গিয়ে দেখাতে পারেন যে, আপনার কাছে এই আইটেম এতগুলো আছে এবং মূল্য এতো। এতে ক‌রে আপনার যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমনি বানিজ্যিক ধারনাও বৃ‌দ্ধি পা‌বে।

লাভ কেমন হ‌বেঃ
স্টক লট ব্যবসায় লা‌ভের কোন লিমিট নেই। আপনি যদি ৯০ টাকা করে ১০০০ পিস মাল কিনেন এবং বিক্রি করতে পারেন ১০০ টাকায়। তাহলে ৯০,০০০ টাকা বিনিয়োগ করে প্রতি পিসে ১০ টাকা করে লাভ করে আপনার লাভ হবে ১০,০০০ টাকা।

কিছু সতর্কতা অবলম্বন করা জরুরীঃ
না জে‌নে, না বুঝে কোন লট কেনা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে আপনার লস হবার সম্ভাবনা থেকে যাবে। বাজার দর হিসেব করে যা করা প্র‌য়োজন, তাই করবেন।

অনেক সময় দেখা যায়, কোন কার‌ণে ক্রেতা‌কে স্যাম্পল দে‌খি‌য়েও, সময় মতো মাল ডে‌লিভারী দেয়া হ‌লো না বা যে মাল দি‌তে চে‌য়ে‌ছেন তা দি‌লেন না। আপনি চরম বিব্রত হলেন। সেই সাথে আপনার ক্রেতাও বিরক্ত হল। এক্ষেত্রে ক্রেতা হাতছাড়া হ‌য়ে যায়। তাই, কারো কাছে পণ্য দেখা‌নো বা অর্ডার নেয়ার আ‌গে আপনাকে ১০০% নিশ্চিত হতে হবে পণ্য‌টি আসলেই আছে কিনা বা দি‌তে পা‌বেন কিনা। কারণ, ব্যবসায় ক্রেতা বি‌ক্রেতার সম্প‌র্কের চে‌য়েও গুরুত্বপূর্ণ হ‌লো কথা অনুযায়ী কাজ করা।

এর সুবিধা সমূহঃ
* সহজে পাওয়া সম্ভব,
* বহু ধর‌নের ডিজাইন,
* খুচরা বিক্রির ঝামেলা নেই,
* দাম কম, তাই অনেক কেনা যায়।

এর অসুবিধা সমূহঃ
* কাপড় মান সম্পন্ন নাও হ‌তে পারে,
* অনেক ক্ষেত্রে অতিরিক্ত সেলাই খরচ হতে পারে,
* ধোয়ার পর কাপড়ের রং উঠতে পারে,
* কাপড় হতে ভুশকী ঊঠতে পা‌রে,
* রং জ্বলে যেতে পারে,
* সাইজ ট্যাগ ভুল থাকতে পারে,
* এক সাথে অনেক বে‌শি কিনে রাখতে হয়।
* এরকম মানের পণ্য নিয়ে ব্রান্ডিং করা সম্ভব না।

তবে প্রাথ‌মিক জ‌টিলতাকে জয় ক‌রে শুরু কর‌লে ভালো আয় হবে।

2 comments:

  1. If you had financial problems, then it is time for you to smile. You only need to contact Mr. Benjamin  with the amount you wish to borrow and the payment period that suits you and you will have your loan  within three working days. I just benefited for the sixth time a loan of 700 thousand dollars for a period of 180 months with the possibility of paying before the expiration date. Mr Benjamin has be helping me with loan.Make contact with him and you will see that he is a very honest man with a good heart.His email is lfdsloans@lemeridianfds.com and his WhatApp phone number is + 1-989-394-3740 

    ReplyDelete
  2. It is to difficult to success in life. But if you do hard work, nothing impossible. Typist

    ReplyDelete

Powered by Blogger.