প্রিপারিং ফর বিজনেস নট ফর বিসিএস

আরো বিজনেস আইডিয়া ও লেখা আসছে...

ওয়েডিং প্ল্যানার

ওয়েডিং প্ল্যানার  http://preparing4business.blogspot.com  

 ওয়েডিং প্ল্যানার


বিয়ে ব্যবস্থাপনার প্রতিষ্ঠান ওয়েডিং প্ল্যানার। মঞ্চ সাজানো, গেট সাজান, গায়ে হলুদের অনুষ্ঠানসহ বিয়ের সাজ-সজ্জার সকল কাজ।


সম্ভাব্য_পুঁজি: ১০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা পর্যন্ত



অনুষ্ঠানের ব্যাপ্তির ওপর আয় নির্ভর করে। একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করে ৩০-৫০ হাজার টাকা এবং অন্য অনুষ্ঠানগুলোতে কাজ করলে ১৫-২৫ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে।



অল্প পুঁজিতে এ ব্যবসা শুরু করা যাবে। আত্মীয়স্বজন এবং পরিচিত মাধ্যম থেকে শুরুতে কাজ করতে হবে।




ওয়েডিং প্ল্যানার প্রতিষ্ঠানের জন্য প্রথমে প্রয়োজন অফিস, সহজে যাতায়াত করা যায় এবং বাণিজ্যিক এলাকায় অথবা কোনো বিপণিবিতানে অফিস ভাড়া নিতে হবে। অফিস সাজাতে অফিস সরঞ্জামের পাশাপাশি কিছু বিয়ের সামগ্রী যেমন পালকি, ডালা কুলা এবং দেয়ালে বিয়ের কিছু ছবি বড় করে বাঁধাই করতে পারেন।


এরপর প্রয়োজন কিছু কাপজপত্রের, যেমনঃ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি। এ ছাড়া একক মালিকানায় প্রতিষ্ঠান তিন-চারজন সহকারী হলেই চলবে। অনুষ্ঠান চলাকালে কিছু বাড়তি লোকবলের প্রয়োজন হয়। তখন কিছু রোজ হিসেবে কয়েকজনকে কাজে নেওয়া যেতে পারে।



মূলত বিয়ের আয়োজকেরাই এর ভোক্তা হয়। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা এর ভোক্তা।



ওয়েডিং প্ল্যানিং ও ডিজাইনিং প্রশিক্ষণ নিতে হবে। আর যাঁরা একটু গোছগাছ ও ক্রিয়েটিভ স্বভাবের তাঁরা এ কাজটা করতে পারেন।

1 comment:

  1. Your Affiliate Profit Machine is waiting -

    And making money with it is as simple as 1, 2, 3!

    Here is how it works...

    STEP 1. Tell the system what affiliate products the system will push
    STEP 2. Add some PUSH BUTTON traffic (it LITERALLY takes 2 minutes)
    STEP 3. See how the system explode your list and upsell your affiliate products all on it's own!

    Do you want to start making money???

    Check it out here

    ReplyDelete

Powered by Blogger.